ধারালো অস্ত্র দিয়ে কেউ কাটে শরীর, কেউ বা ঠোঁট!
Odd বাংলা ডেস্ক: বিশ্বে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা প্রায় ২০০। অসংখ্য ভাষা, সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস, রীতি-নীতি, আইন-কানুন এবং ইতিহাস-ঐতিহ্যের মিশেলে বিশ্ব-মানব সমাজের প্রবাহ। আফ্রিকার উপজাতি থেকে শুরু করে আরবের যাযাবর বেদুঈনদেরও রয়েছে ভিন্ন সংস্কৃতি।
শরীরে ট্যাটু করার ঐতিহ্য, আফ্রিকা
আফ্রিকানদের প্রাচীন ঐতিহ্যের মধ্যে অন্যতম হলো শরীর জুড়ে ট্যাটু করা। কিছু উপজাতিরা তো বাদ দেয় না দুই দিনের শিশুকেও! জন্মানোর পরপরই শিশুর শরীরে নকশা আঁকিয়ে দেয়া হয়। সুদান এবং ইথোপিয়ার নারীরা জীবনে বহুবার শরীরে উল্কি আঁকিয়ে থাকেন। ধারালো অস্ত্র দিয়ে শরীরে এমন দাগ কেটে নকশা করা মোটেও সহজ কাজ নয়। তারপরও তারা আগ্রহ নিয়ে এই কাজটি করে থাকে।





Post a Comment