ভাবা যায়! পরীক্ষায় পাওয়া বাড়তি নম্বর দুর্বল সহপাঠীকে দেওয়ার অনুরোধ!
Odd বাংলা ডেস্ক: পরীক্ষায় প্রয়োজনের তুলনায় বাড়তি নম্বর অন্য সহপাঠীকে দিয়ে দেওয়ার জন্য শিক্ষকের কাছে অনুরোধ করলেন এক ছাত্র। এমনকি তার অনুরোধটি রাখাও হলো! বাড়তি নম্বর দিয়ে দেওয়া হলো অন্য এক শিক্ষার্থীকে। সম্প্রতি সামাজিক মাধ্যমে এমনই একটি ছবি ভাইরাল হয়েছে।
ছবিতে দেখা গেছে, ছাত্রটি মোট ৯৪ নম্বর পেয়েছে। কলেজের নিয়ম অনুযায়ী সে পাঁচ পয়েন্ট বোনাস পায়। তাই খাতার নিচে লেখা আছে, যদি সম্ভব হয় তবে তার বোনাস পয়েন্ট যেন অন্য কাউকে যেন দিয়ে দেওয়া হয়।
খাতার ছবিটি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন আমেরিকার কেন্টাকির একটি স্কুলের শিক্ষক উইনস্টন লি। ছবিটির ক্যাপশনে তিনি লিখেন, ‘এক ছাত্র তার বোনাস পাঁচ পয়েন্ট কোনো ‘দুর্বল’ শিক্ষার্থী দেওয়ার অনুরোধ করেছে’।
ওই শিক্ষক জানান, তার ১২ বছরের শিক্ষকতার জীবনে এমন অনুরোধ কখনো দেখেননি। অনুরোধ ফলে তার বোনাস পয়েন্ট এক শিক্ষার্থীকে দেয়া হয়েছে। তবে কারো পরিচয়ই প্রকাশ করা হয়নি।





Post a Comment