মুখের মধ্যে ডিম রেখে বাচ্চা ফোটায় এই পুরুষ মাছ!
Odd বাংলা ডেস্ক: পৃথিবীতে যত মাছ রয়েছে তাদের বাচ্চাদের হেফাজত স্ত্রী মাছই করে থাকে। তবে জফিশের ক্ষেত্রে এটি ভিন্ন। এই মাছ ১২ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই মাছের ডিম পুরুষ মাছ তার মুখের ভেতর রাখে। স্ত্রী মাছ ডিম দিয়ে গায়েব হয়ে যায়। তারপর পুরুষ মাছ তার মুখের ভেতর নিয়ে নেয়। তবে এই ডিম গুলো খায় না, মুখের ভেতর রেখে দেয়। যতক্ষণ না এই ডিম থেকে বাচ্চা বের হয় ততক্ষণ বাবা মাছের মুখেই ডিম থাকে। শুধু মাঝেমধ্যে ডিমগুলোকে হালকা বাইরের দিকে বের করে যাতে মাছগুলো মুখের ভেতর অক্সিজেন নিতে পারেন। এই মাছের ডিম ছোট ছোট জেলির মতো হয়ে থাকে।





Post a Comment