শৌচকর্ম করার সময় রঙ মাখিয়ে দলিত কিশোরীকে গণধর্ষণ

Odd বাংলা ডেস্ক: আবার শিরোনামে এসে গেল হাথরাস (Hathras)। হোলির (Holi 2021) দিনে দলিত কিশোরীকে (Dalit Girl) অপহরণের পর গণধর্ষণের  (Gang Rape) অভিযোগে ক্ষোভের আগুন জ্বলছে হাথরাসে। ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে দুই ধর্ষককে। অনেক পুলিশি টালবাহানার পরে তাদের গ্রেফতার (Arrest)  করা হয়েছে।

নির্যাতিতার পরিবারের দাবি, ২৯ মার্চ হোলির দিন দুপুর বেলা দু'টো নাগাদ শৌচকর্ম সারতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। সেই সময় তাকে পিছন থেকে এসে অপহরণের চেষ্টা করে দু'জন। সেই সময় কিশোরী নিজেকে রক্কঘা করতে চিৎকার শুরু করলে, তাঁকে আটকাতে মুখে-নাকে কিছু চেপে ধরে ধর্ষকরা। এরপরে সে সংজ্ঞা হারালে তাকে তুলে নিয়ে যায়। কিশোরী বাড়ি ফিরে পরিবারকে জানিয়েছে, সেদিন তাকে তুলে নিয়ে যাওয়ার  সময় সে অচৈতন্য অবস্থায় ছিল। পরে যখন তাঁর জ্ঞান ফেরে ঘরের মধ্যে সে এক ধর্ষকের বোনকে দেখতে পেয়েছিল। এ দিন রাতেই দিন রাতে তিনজনে মিলে তাঁকে গণধর্ষণ করে। এরপর পরের দিন ভোরের আলো ফুটতেই তাকে গ্রামে ছেড়ে দিয়ে যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.