করোনার যুদ্ধে সামিল বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশন, তৈরি হচ্ছে সেফ হোম


Odd বাংলা ডেস্ক: করোনার দমনে এবার সামিল বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশন। বেলুড় রামকৃষ্ণ মিশন পরিচালিত পলিটেকনিক কলেজ শিল্পমন্দিরে কয়েকটি ক্লাসরুম ও প্রার্থনা কক্ষ খুলে দেওয়া হল কোভিড চিকিৎসার জন্য। সেখানে তৈরি হচ্ছে ৫০ শয্যার সেফ হোম। স্বল্প লক্ষণ রয়েছে কোভিড রোগীদের চিকিৎসায় এই সেফ হোমের ব্যবস্থা বলে জানিয়েছে রামকৃষ্ণ মিশন সারদাপীঠ কর্তৃপক্ষ। নূন্যতম পরিকাঠামো গড়তে সকলের সহযোগিতা চেয়েছেন তাঁরা। রোগীদের পরিষেবায় সেই সেফ হোমে থাকবেন চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবীরা।

আপাতত ৬ মাসের জন্য এই সেফ হোম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। উপসর্গহীন ও মৃদু উপসর্গযুক্ত করোনা রোগীদের এখানে চিকিৎসা দেওয়া হবে।বেলুড়ের রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সাধারণ সম্পাদক স্বামী দিব্যানন্দ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন, করোনা পরিস্থিতির মোকাবিলায় বেলুড় রামকৃষ্ণ মিশনের উদ্যোগে ৫০ শয্যার নিখরচার সেফ হোম চালু করা হচ্ছে। 

চিকিৎসক, নার্স, অক্সিজেন, ওষুধ ও অন্যান্য সুবিধা যুক্ত এই সেফ হোমে অল্প মাত্রায় সংক্রমিত রোগীদের রাখার ব্যবস্থা করা হচ্ছে। বিশেষত বালি, বেলুড় ও আশপাশের এলাকায় যাদের বাড়িতে সম্পূর্ণ আইসোলেশনের সুবিধা নেই, এমন রোগীদেরই প্রাধান্য দেওয়া হবে। বেলুড়মঠ সূত্রে জানা গিয়েছে, মঠের পলিটেকনিক কলেজের ক্যাম্পাসে এই সেফ হোম চালু হবে। সেখানে কয়েকটি ক্লাস রুম ও প্রার্থনা কক্ষকে এই কাজে ব্যবহার করা হবে। সেমিনার হলকেও এই কাজে লাগানো হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.