ড্রোনের সাহায্যে মিললো ঝলসে যাওয়া মৃতদেহ, অগ্নিদগ্ধ কারখানার ভিতর থেকে উদ্ধার


Odd বাংলা ডেস্ক: অবশেষে আড়াইদিন পর ড্রোনের সাহায্যে ঝলসে যাওয়া শ্রমিকদের মৃতদেহ খুঁজে পাওয়া গেল নিউ ব্যারাকপুরে। টানা ৫৭ ঘণ্টা লড়াইয়ের পর নিয়ন্ত্রণে আসে নিউ ব্যারাকপুর বিলকান্দার তালবান্দা শিল্প তালুকের গেঞ্জি কারখানার আগুন। তবে এখনও পর্যন্ত বেশ কিছু পকেটে আগুন জ্বলছে বলেই সূত্রের খবর। এখনও সেই আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে রয়েছে দমকলের ৩ টি ইঞ্জিন। গেঞ্জির কারখানায় আগুন লাগার পর থেকেই নিখোঁজ ছিলেন ৪ জন শ্রমিক। কিন্তু হাজার চেষ্টা করেও খোঁজ মেলেনি তাদের। গতকাল ঠিক করা হয়, ড্রোন দিয়ে খোঁজা হবে তাদের। তবে অবশেষে আজ সকালে ওই ৪ শ্রমিকের ঝলসানো দেহ উদ্ধার করা গিয়েছে। জানা গিয়েছে, ওই কারখানার দোতালায় ওই চারটি মৃতদেহ দেখতে পান দমকলকর্মীরা। এরপরেই তাঁদের পরিবারকে খবর দেওয়া হয়। মৃতদেহ শনাক্তকরণের পর ময়না তদন্ত হলে তাঁদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। 

গত বৃহস্পতিবার ভোরে নিউ ব্যারাকপুরের এই গেঞ্জি কারখানায় আগুন লাগে। এলাকায় একটি তিনতলা বাড়ির ভিতরে গেঞ্জি কারখানাটি চলে। বাড়ির নিচে রয়েছে ওষুধের গুদাম ও রঙের কারখানা। এদিন প্রথমে গেঞ্জি কারখানায় আগুন লাগলেও মুহূর্তে তা ছড়িয়ে পড়ে নিচের তলাতেও। পরিস্থিতি এমন হয়, শুধুমাত্র দমকলের ইঞ্জিন দিয়ে তা নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। এরপরই রোবট মেশিন এনে আগুন বাগে আনার কাজ শুরু হয়। তবু শনিবার সকাল পর্যন্ত আগুনের ফুলকি দেখা যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.