ব্রেন ওয়াশের অভিযোগে যাজকদের গ্রেপ্তার করছে চীন


Odd বাংলা ডেস্ক: চলতি বছরের ২০ মে চীনের হুবেই প্রদেশ থেকে চারজন খ্রিস্টান যাজককে আটক করা হয়। তাদের মধ্যে তিনজন যাজক 'ব্রেন ওয়াশের' জন্য সেমিনার করছিলেন বলে অভিযোগ উঠেছে। 

ইন্টারন্যাশনাল খ্রিস্টান কনসার্ন (আইসিসি) জানিয়েছে, খ্রিস্টানদের নির্যাতনের বিষয়টি তারা পর্যবেক্ষণ করছে। নিউইয়র্ক টাইমস পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শাহেকিয়াউ এলাকা থেকে অন্তত ১০ জন ছাত্রকে আটক করেছে চীনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধরপাকড় শুরু হওয়ার আগ মুহূর্তে তিনজন সেখান থেকে পালাতে সক্ষম হন।

জানা গেছে, চীনা কর্তৃপক্ষ আটক করেছে জিনজিয়াংয়ের বিশপ গুইসেপে ঝাং উইঝু-কে। ১৯৯১ সাল থেকে তিনি সেখানে বিশপ হিসেবে আছেন।

আইসিসি দাবি করেছে, বিশপসহ ১০ জন যাজককে আটক করে একটি হোটেলে রাখা হয়েছে। তাদেরকে একেবারে নির্জন জায়গায় রাখা হয়েছে।

এর আগে ওই যাজকদের খ্রিস্টান ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল বলেও দাবি করেছে আইসিসি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.