এধরণের মূর্তিতে পুজো করছেন? ঘোর বিপদ হতে পারে কিন্তু!


Odd বাংলা ডেস্ক: হিন্দু ধর্মের মানুষের জীবনে পুজো একটি অন্যতম অঙ্গ। পুজো ছাড়া বেশিরভাগ বাঙালি থাকতেই পারেনা। ঠাকুরকে নিয়েই তাদের ধ্যানজ্ঞান। নানা নিয়মে নানা ভাবে বিভিন্ন বাড়িতে চলে পুজো। কিন্তু জানেন কি, সেই নিয়ম লঙ্ঘন হলেই সমস্যার শুরু হয়৷
 
ভারতীয় সংস্কৃতিতে ভাঙা মূর্তির পুজো করা উচিত নয়৷ তাহলে নাকি আপনার এবং আপনার পরিবারের জন্য তা অভিশাপ ডেকে আনতে পারে৷ শুধু ভাঙা মূর্তিই নয়৷ ঠাকুরের কোনও ছবিও ছবি ভাঙা থাকে৷ তাহলেও সেটি পুজো করা উচিত নয়৷ কিন্তু কেন জানেন?

কথিত আছে, আমরা যখন পুজো করি তখন আমাদের আত্মা এবং মন এক হয়ে যায়৷ কারণ কোনও একটা নির্দিষ্ট বিষয়ের প্রতি আমরা মনোনিবেশ করে থাকি একমনে৷ কিন্তু যদি সেই মূর্তিটি ভাঙা থাকে, তাহলে আমরা এক মনে সেই মূর্তির প্রতি মনোনিবেশ করে থাকতে পারিনা৷ আমাদের মনোযোগ বিঘ্নিত হয়৷ আর যা মারাত্মক প্রভাব আনতে পারে আপনার উপরে৷ পাশাপাশি আপনি মনে প্রাণে যেটা চাইছেন সেটি পূরণ হবে না৷ তাই মন্দির হোক কিংবা আপনার বাড়ি৷ অবশ্যই নজর রাখবেন এই বিষয়টির উপরে৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.