ইতিহাস অধরা বিরাটদের, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হার ভারতের

Odd বাংলা ডেস্ক:  ব্য়াটিংয়ে ভারতীয় দলের জীর্ণ দশা সামনে এসেছিল। রোহিত, কোহলি, পুজারা, রাহানের মতো তারকারা থাকা সত্ত্বেও বড় রান গড়তে পারেনি ভারত। তারই খেসারত দিয়ে যেতে হল কোহলির দলকে। যোগ্য দল হিসাবে টেস্ট বিশ্বকাপের ট্রফি নিয়ে গেল নিউ জিল্যান্ড। তবে শুধু ব্য়াটিংয়ে নয়, ফিল্ডিংয়েও এদিন ভারতীয় দলের পারফরম্যান্স ছিল বেশ খারাপ।

দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল অল আউট হয় ১৭০ রানে। নিউ জিল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩৯ রান। হাসতে হাসতে সেই রান করল কিউয়িরা। কেন উইলিয়ামসন ও রস টেলরের জুটি ভাঙতে পারলেন না ভারতীয় বোলাররা। তবে এই দুজনই ব্যাটসম্যানই এদিন সুযোগ দিয়েছিলেন। ক্যাচ ফেলেন ভারতীয় ফিল্ডাররা। টেলরের ক্যাচ ফেললেন বুমরা। পুজারা ফেললেন উইলিয়ামসনকে। সেট হয়ে যাওয়া দুজন ব্য়াটসম্যানের উইকেট ফেলে বড় মূল্য চোকাতে হল ভারতীয় দলকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.