এই ৩ জেলার করোনা পরিস্থিতি নিয়ে চিন্তায় রাজ্য সরকার, নেই কলকাতা

Odd বাংলা ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউ পেরিয়ে ফের সুস্থতার পথে ফিরছে দেশ। কিন্তু এরই মধ্যে ফের আতঙ্কের ভ্রুকুটি নাচাচ্ছে ডেল্টা প্লাস (Delta Plus)। দ্বিতীয় ঢেউয়ের অভিঘাতের মধ্যেই দেশে কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সেই তালে তাল মিলিয়ে বাংলাতেও সামান্য বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। কিন্তু তবুও বাংলার পরিস্থিতি মোটের উপর কিছুটা নিয়ন্ত্রণেই। তবে, সামান্য আশার আলোর মাঝেই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে রাজ্যের তিন জেলা উত্তর ২৪ পরগনা, দার্জিলিং এবং পূর্ব মেদিনীপুর। কলকাতাকে নিয়ে বরাবর চিন্তা থাকলেও মহানগরী বর্তমানে কোভিড যুদ্ধে অনেকটাই সামলে উঠেছে। কিন্তু তিনটি জেলা নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে।

উত্তর ২৪ পরগনা, দার্জিলিং এবং পূর্ব মেদিনীপুরের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীও। বুধবার করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্স করেন। কেন ওই তিন জেলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, তা নিয়ে জেলাশাসকদের কাছে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে আরও কড়া ব্যবস্থা নিতে হবে আপনাদের, জেলাশাসকদের উদ্দেশে এমনও বলেন মুখ্যমন্ত্রী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.