লিওনেল মেসির জন্মদিনে রইল তাঁর সম্পর্কে না-জানা কয়েকটি তথ্য


Odd বাংলা ডেস্ক: লিওনেল মেসি ৩৪ বছর বয়সে পদার্পণ করলেন।তাঁর জন্মদিনে তাঁর সম্পর্কে জেনে নিন কিছু না-জানা তথ্য-
  • মেসির বার্সেলোনার সঙ্গে প্রথম চুক্তিটি একটি কাগজের ন্যাপকিনে করা হয়েছিল! এফসি বার্সেলোনা স্পোর্টিং ডিরেক্টর কার্লস রেক্সাচ মেসির দক্ষতায় এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তাৎক্ষণিকভাবে একটি চুক্তি করতে চেয়েছিলেন এবং সেই সময়ে কোনও কাগজপত্র পাওয়া যায় নি।
  • মেসি, যিনি আর্জেন্টিনার রোজারিওতে ২৪ জুন, ১৯৮৭সালে জন্মগ্রহণ করেছিলেন, তাঁর জন্মস্থান এবং তাঁর জন্ম মাসটি বিপ্লবী চে গ্যেভেরার সঙ্গে মিলে যায়।
  • তাঁর শরীরে একটি গ্রোথ হরমোন ঘাটতি ধরা পড়েছিল যা ১১ বছর বয়সে তাঁর স্বাভাবিক বৃদ্ধির হার বন্ধ করে দিয়েছিল। তাঁর এই চিকিৎসার জন্য প্রতি মাসে ৯০০ ডলার খরচ হত যা তার বাবা-মা বহন করতে পারেননি।চুক্তির পর বার্সেলোনা তাঁর জন্য এই অর্থ প্রদান করেছিল।
  • মেসির কাছে স্পেন এবং আর্জেন্টিনা উভয়ের পাসপোর্ট রয়েছে। তিনি স্পেনের জাতীয় দলের সঙ্গে খেলার সুযোগকে প্রত্যাখ্যান করেছিলেন, কারণ স্পেনে তাঁর বেশ কিছু  বছর কাটিয়েও তিনি নিজেকে আর্জেন্টিনিয়ান হিসাবেই দেখেন।
  • মেসি বিভিন্ন মহৎ কাজেও বিশেষ অবদান রেখেছেন। তিনি লিও মেসি ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা, এই সংস্থা শিশুদের পড়াশোনা এবং স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য সর্বোত্তম সুযোগ দিতে সহায়তা করে। তিনি ইউনিসেফ-এর 'গুডউইল অ্যাম্বাসাডার' হিসাবেও নিযুক্ত ছিলেন।
  • হিসেব করে দেখা যায়, সব (বেতন ও স্পন্সরশীপ) মিলিয়ে মেসি প্রতিদিন গড়ে ১,৮৪,০০০ মার্কিন ডলার আয় করেন।
  • এছাড়াও মেসি প্রতিনিয়ত অটিজম রোগীদেরো সাহায্য করেন। তার দান করা টাকা দিয়ে আর্জেন্টিনা ও স্পেনে অনেক স্কুল, হাসপাতাল ও রাস্তা তৈরি করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.