কৃষক বন্ধু প্রকল্প, প্রথম কিস্তির টাকা পেলেন রাজ্যের ৬২ লক্ষ কৃষক!

Odd বাংলা ডেস্ক: রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তৃতীয় দফার শুরুতেই নির্বাচন ইস্তেহারের অঙ্গীকার পালনে মন দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সাফল্যের প্রথম পদক্ষেপ ফেলল তাঁরই মস্তিষ্কপ্রসূত প্রকল্প 'কৃষক বন্ধু'। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যে 'কৃষক বন্ধু' প্রকল্পের  আওতায় বাংলার ৬২ লাখ চাষির কাছে প্রথম কিস্তির ৫,০০০ টাকা বা ২,০০০ টাকা পৌঁছে গিয়েছে। মাত্র ১৫ দিনেই এত সংখ্যক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাওয়ায় খুশি নবান্নও ।

এবারের বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের ইস্তাহারে যে ১০ টি প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা, তার মধ্যে অন্যতম ছিল 'কৃষক বন্ধু' প্রকল্পের আওতায় বরাদ্দ দ্বিগুণ করা হবে। সেইমতো বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার দেড় মাসের মধ্যে সেই প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। গত ১৭ জুন তিনি জানিয়েছিলেন, সেদিন থেকেই জেলায়-জেলায় কৃষকদের টাকা দেওয়ার কাজ শুরু হবে। রাজ্য প্রশাসন সূত্রে খবর, সেইমতো ১৫ দিনের মধ্যে ৬১,২১,৮৮০ চাষির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। সেজন্য রাজ্যের কোষাগার থেকে মোট ১,৮০০ কোটি টাকা খরচ হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.