ভয়ঙ্কর রোগে ধীরে ধীরে পাথর হয়ে যাচ্ছে ৫ মাসের এই শিশু!

Odd বাংলা ডেস্ক: এ এক আজব অসুখ। যে অসুখে ধীরে ধীরে পাথরে পরিণত হয় মানুষ। আর এই বিরল রোগে আক্রান্ত পাঁচ মাসের শিশু। ভয়ঙ্কর এই রোগে ধীরে ধীরে কার্যত পাথর হয়ে যায় শরীর! ব্রিটেনের লেক্সি রবিনস নামে এক শিশুর শরীরে বাসা বেঁধেছে এই অসুখ। অসুখের নাম ফাইব্রোডিসপ্লেসিয়া অসিফিকানস প্রগ্রেসিভা। প্রতি ২০ লক্ষ জনে একজনের হয় এই রোগ।

এই অসুখে কঙ্কালের স্বাভাবিক কাঠামোর উপরও অতিরিক্ত হাড় গজায়। গত ৩১ জানুয়ারি জন্ম হয়েছিল লেক্সির।  এপ্রিলে করা এক্স রে থেকে দেখা যায় শিশুটির পায়ের পাতার উপরেও আরও হাড় গজিয়েছে। সেই সঙ্গে বুড়ো আঙুলে দু’টি করে সন্ধিস্থল। যার জেরে ওই আঙুল নাড়াতে পারে না একরত্তি। আসলে এই অসুখে পেশি ও টেন্ডন কিংবা লিগামেন্টের মতো সংযোগকারী টিস্যুর পরিবর্তেও হাড় তৈরি হতে থাকে। ফলে ধীরে ধীরে অসার হয়ে যায় শরীর। নড়াচড়া করা আর সম্ভব হয় না। 

২০ বছরের পর থেকে বিছানায় কাটে জীবন। আয়ুও ৪০ বছরের বেশি হয় না। তবুও মেয়েকে বাঁচাতে বাবা-মায়ের লড়াই জারি রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.