পুদুচেরিতে ২০ শিশু করোনা আক্রান্ত, বন্ধই থাকলো স্কুল-কলেজ

Odd  বাংলা ডেস্ক: আগেই বলা হয়েছিল তৃতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি আক্রান্ত হবে শিশুরা। কিন্তু তার আগেই পুদুচেরিতে ২০টি শিশু কোভিড আক্রান্ত হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়ে দিয়েছে, করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। বহু দিন ধরেই গুঞ্জন রয়েছে তৃতীয় ঢেউয়ে সবথেকে বেশি আক্রান্ত হবে শিশুরা। 

এদিকে পুদুচেরিতে কয়েকদিন পরেই খোলার কথা ছিল স্কুল-কলেজ। শিশুদের এভাবে করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় আপাতত বন্ধ রাখা হল সমস্ত স্কুল ও কলেজ। দেশের বহু রাজ্যেই সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এরই মধ্যে WHO প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস জানিয়ে দিয়েছেন, করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে। যদিও তা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। পুদুচেরিতে শিশুদের করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.