যেমন উপহার দেবেন,তেমনই খাবার পাবেন, আজব নিয়ম বিয়েবাড়িতে

Odd বাংলা ডেস্ক: বিয়েবাড়ির সঙ্গে ভূড়িভোজের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। নিমন্ত্রিতদের খাওয়ানোর চল বহুদিন ধরেই চলে আসছে। কিন্তু উপহার কী দেওয়া হচ্ছে তার ওপর নির্ভর করে করে ভোজ খাওয়ার কথা কি আগে কখনও শুনেছেন? সম্প্রতি এ রকমই এক ঘটনা ভাইরাল নেটমাধ্যমে।

সম্প্রতি এক যুগল নিজেদের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছিলেন পরিচিতদের। কিন্তু সেই বিয়েতে উপস্থিত সকলে সমান ভোজ খেতে পারবেন না। যে যেমন মূল্যের উপহার দিতে পারবেন, সেই উপহারের মূল্যের উপর নির্ভর করবে পদ পেতে পারবেন অতিথিরা।


সে জন্য বিয়ের নিমন্ত্রণ পত্রের সঙ্গে ওই যুগল পাঠিয়েছেন একটি ফর্ম। সেই ফর্মে লেখা রয়েছে, কত টাকার উপহার দিলে বিয়ের দিন কী কী পদ থাকবে মেনুতে। এমনকি সেই ফর্ম ভর্তি করে নির্দিষ্ট দিনের মধ্যে পাঠিয়ে দেওয়ারও আবেদন জানানো হয়েছে।

ভাইরাল এই ফর্ম ঘিরে বিরূপ মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ কেউ লিখেছেন, ‘এই বিয়েতে উপহার দেওয়ার থেকে ওই টাকায় নিজে খাবার কিনে খাওয়া ভাল।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.