প্রকাশিত CBSE ফলাফল, জানুন কীভাবে দেখবেন ফলাফল


Odd বাংলা ডেস্ক: দুপুর ২টোয় প্রকাশিত CBSE ফলাফল।কিন্তু কীভাবে দেখবেন এই ফলাফল পরীক্ষা না হওয়ার কারণে এ বার পড়ুয়ারা নিজেদের রোল নম্বরও জানে না। এক্ষেত্রে সিবিএসই-র রোল নম্বর ফাইন্ডার ব্যবহার করে পড়ুয়ারা নিজেদের রোল নম্বর জানতে পারবে। এরপর cbseresults.nic.in -র সাইটে গিয়ে সেই নম্বর বসালেই ফলাফল দেখা যাবে।

একইসঙ্গে সিবিএসই-র তরফে জানানো হয়েছে, যারা প্রাইভেটে পরীক্ষা দিচ্ছে, তাদের জন্য আগামী ১৬ অগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর অবধি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে।  কারণ প্রাইভেটের ছাত্রছাত্রীদের আগের পরীক্ষা গুলির রেকর্ড বোর্ডের কাছে নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.