৩৬ বছর পর স্বাদ বদলের পথে কোকা কোলা


Odd বাংলা ডেস্ক: 'রেসিপি' বদলাচ্ছে পৃথিবীর অন্যতম সেরা সফট ড্রিঙ্ক প্রস্তুতকারক সংস্থা কোকা কোলা। তবে কেবল জিরো সুগারওয়ালা কোকেরই ফ্লেভারই বদলাতে চলেছে। দিনকয়েক আগে, টুইটারে এই সংক্রান্ত একটি পোস্ট করা হয়, যেখানে দেখা গিয়েছে সুগার-ফ্রি চলতি কথায় ডায়েট কোকের সেই ক্যানটির চেহারা যেমন বদলেছে, বদলেছে স্বাদও। সংস্থাটির তরফে বলা হয়েছে, 'নতুন ক্যান। নতুন ফর্মুলা। আসছে নতুন উন্নত কোক জিরো সুগার। এবার আরও সুস্বাদু। ' 

রেসিপি বদলানোর এই ঘোষণা হতেই দুনিয়া জুড়ে কোক-পায়ীরা নানাবিধ প্রতিক্রিয়ায় সোশ্যাল মিডিয়া সরগরম করে চলেছেন। অনেকেই স্বাদ বদল নিয়ে প্রবল বিরোধিতা করেছেন। এক ব্যক্তি লিখেছেন, 'স্বাদ যেমন ছিল তেমনই ছেড়ে দেওয়া হোক।' আরেকজন লিখলেন, 'যে জিনিস ভাঙেনি তা কেন জোড়া লাগানো হচ্ছে?' তবে নতুন ক্যানের নতুন ডিজাইনের প্রশংসাও করেছেন কেউ কেউ। কোকা কোলা সংস্থা থেকে এই সব টুইটের জবাবে বলা হয়েছে, 'আমাদের স্বাদ পরীক্ষকরা এই নতুন বোল্ড স্বাদ পছন্দ করেছেন। আপনাদের কেমন লাগছে তা জানতে চাই। দয়া করে একবার খেয়েই দেখুন।' 

প্রসঙ্গত, ৩৬ বছর আগে ১৯৮৫ সালে কোকের স্বাদ বদলানো হয়েছিল। সে সময়েও তা নিয়ে ব্যাপক হইচই হয়।এপ্রসঙ্গে এক অফিসিয়াল বিবৃতিতে কোকা কোলার উত্তর আমেরিকা ইউনিটের ক্যাটেগরি প্রধান রাফায়েল প্রান্দিনি বলেন, 'স্বাদ এবং পছন্দের বিবর্তনের কথা মাথায় রেখে আমরা জিরো সুগার কোকের ভক্তদের সেরা স্বাদ দিতে বদ্ধপরিকর।' তিনি এও বলেছেন, কোক-ভক্তদের কথা ভেবেই প্যাকেজিং এবং মার্কেটিং করা হচ্ছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.