পাতা পরেই নাচ, গাইলেন আফ্রিকার গান! ভাইরাল হিরো আলম

Odd বাংলা ডেস্ক: এবার এক নতুন অবতারে হিরো আলম। বাংলাদেশের হিরো মাত করলেন আফ্রিকান সাজে। সেই ভিডিওই এখন মাতাচ্ছে গোটা সোশ্যাল মিডিয়া। 

শুনতে অবাক লাগলেও এভাবেই অসম্ভবকে সম্ভব করেছেন হিরো আলম। আফ্রিকান ভাষায় গান গাইলেন হিরো আলম। একেবারে জংলি সাজে নাচ করতে দেখা যায় তাঁকে। যদিও তাঁর গাওয়া গান পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা না তানজানিয়ার তা নিশ্চিত হওয়া যায়নি। এই গানের সঙ্গে তানজানিয়ায় জন্মগ্রহণকারী জানজিবারী তারব গায়িকা ফাতুমা বিনতি বারাকা ওরফে বি কিডুডের একটি গানের সুর ও লিরিক্সের কিছুটা মিল পাওয়া গেছে। হিরো আলমের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখে নিন আপনিও... 



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.