আধার কার্ডে নাম বা জন্ম তারিখ ভুল? ফোন থেকে আপডেট করুন এভাবে

Odd বাংলা ডেস্ক: এখন বাড়িতেই স্মার্টফোন বা ল্যাপটপে আধারের নাম, ঠিকানা এবং জন্মের তারিখ পরিবর্তন বা সংশোধন করতে পারবেন। সৌজন্যে সেল্ফ সার্ভিস পোর্টাল। কীভাবে? আসুন জেনে নেওয়া যাক :

কীভাবে আধার কার্ডে নাম সংশোধন করবেন?

প্রথমে ssup.uidai.gov.in ওয়েবসাইটে যান। ব্রাউজারে টাইপ করলেই হবে।

পেজে Proceed to Update Aadhar অপশন দেখতে পাবেন। তাতে ক্লিক করুন।

এর পর যে পেজ খুলবে তাতে নির্দিষ্ট স্থানে আপনার ১২ ডিজিটের আধার নম্বর দিয়ে লগ ইন করতে হবে।

এর পরে স্ক্রিনে প্রদত্ত ক্যাপচা ভরতে হবে। সবশেষে Send OTP অপশনে ক্লিক করুন। প্রায় সঙ্গে সঙ্গেই আপনার আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP আসবে।

ওটিপি সাবমিট করুন। এরপর একটি নতুন পেজ খুলবে। সেখানে আপনার সঠিক ব্যক্তিগত বিবরণ, যেমন ঠিকানা, জন্ম তারিখ, নাম এবং লিঙ্গ ইত্যাদি তথ্যাবলী দিতে হবে। এখানেই সমস্ত বিবরণ আপডেট করার অপশন থাকবে।

নাম পরিবর্তন করতে হলে Name-এ ক্লিক করুন।

এক্ষেত্রে মনে রাখবেন যে, নাম আপডেট করতে অবশ্যই একটি আইডি প্রুফ থাকতে হবে। প্যান কার্ড, ড্রাইভার্স লাইসেন্স, ভোটার আইডি কার্ড বা রেশন কার্ড আইডি প্রুফ হিসাবে ব্যবহার করতে পারেন।

সমস্ত বিবরণ দেওয়ার পরে আবার একটি ওটিপি আসবে। সেটা ভরে তারপর save-এ ক্লিক করুন। ব্যাস আপনার আধার আপডেট হয়ে যাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.