CPIM এর স্বাধীনতা দিবস নিয়ে সমালোচনা তুঙ্গে


Odd বাংলা ডেস্ক: এবার স্বাধীনতা দিবস (Independence Day) পালনের উদ্যোগ সিপিএম-এর। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে কর্মসূচি নিল সিপিএম(CPM) কেন্দ্রীয় কমিটি। ১৫ অগাস্ট সারা দেশের সমস্ত পার্টি দফতরে পতাকা উত্তোলন করবে দল। শুধু তাই নয়, একবছর ধরে চলবে নানান কর্মসূচি। ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সাম্প্রদায়িকতার বিপদ, দেশের স্বাধীনতায় কমিউনিস্টদের ভূমিকা সমস্ত কিছু নিয়েই চলবে এক বর্ষব্যাপী প্রচার।

কিন্তু এই নিয়ে শুরু হয়েছে বিস্তর জল্পনা। উঠছে সমালোচনার ঝড়। ভারতের স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের অবদান নিয়েও প্রশ্ন তুলেছেন নেটাগরিকরা। এমনকি কটাক্ষ করে বলা হয়েছে, ভারত নয়, চিনের স্বাধীনতা দিবসে আলিমুদ্দিন স্ট্রিটে সে দেশের পতাকা তোলা হোক। এর পরেই আলিমুদ্দিন স্ট্রিটের থিঙ্ক ট্যাঙ্ক ১৯৮৫ সালে প্রকাশিত রণদিভের একটি বইকে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। যদিও, বইটি তাঁর লেখা একটি ইংরেজি বইয়ের বঙ্গানুবাদ। প্রসঙ্গত, এই বইতে বামপন্থী নেতা রণদিভে দাবি করেছিলেন, কমিউনিস্টরাই জাতীয় কংগ্রেসের মঞ্চে পূর্ণ স্বাধীনতার দাবিতে প্রথম সোচ্চার হয়। ১৯২১ সালে আমদাবাদে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের ৩৬তম অধিবেশন উপলক্ষে প্রচারিত হয় মানবেন্দ্রনাথ রায় এবং অবনী মুখোপাধ্যায় স্বাক্ষরিত ইস্তেহার। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.