Happy Birthday, Gulzar: গুলজারের লেখা সেরা ৩টি গান

Odd বাংলা ডেস্ক: গুলজারের আসল নাম শ্যামপুরান সিং কালরা। তিনি একজন প্রখ্যাত ভারতীয় কবি, সুরকার ও চলচ্চিত্র পরিচালক। মূলত হিন্দী ভাষায় রচনা করেন। তবে উর্দু গজল রচনাতেও তার বিশেষ কৃতিত্ব রয়েছে।

তিনি চলচ্চিত্রে গীতিকার হিসেবে কাজ করেছেন এবং বিভিন্ন পুরস্কার লাভ করেছেন। এর মধ্যে ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারও রয়েছে। ১৯৮৮ সালে "ইজাজাত" ছবিতে "মেরা কুছ সামান" গানটি রচনার জন্য তিনি জাতীয় পুরস্কার লাভ করেন। তিনি ঐ ছবিটি পরিচালনাও করেন। ছবিটির কাহিনী গৃহীত হয়েছে সুবোধ ঘোষের "জতুগৃহ" উপন্যাস থেকে। এছাড়া গুলজার "মাচিস", "হুতুতু" ইত্যাদি ছবিও পরিচালনা করেন।

তাঁর লেখা সেরা ৫টি গানের তালিকা 

মুসাফির হু ইয়ারো



তুঝসে নারাজ নাহি 



আনে ওয়ালা পাল যানে ওয়ালা হ্যা


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.