আজ কলকাতার জন্মদিন নয়, ভুল তথ্যের জন্য গুগলকে নোটিশ সাবর্ণ রায়চৌধুরী পরিবারের

Odd বাংলা ডেস্ক: প্রায় প্রতিবছরই ২৪অগাস্টের দিনে শুরু হয় কলকাতার জন্মদিন নিয়ে বিভ্রান্তি৷কারণ গুগলে ‘Birthday of Kolkata’ সার্চ করলেই দেখানো হয় ২৪অগাস্ট,১৬৯০।এই তথ্য যে ঠিক নয়,তা এখন প্রায় সকলেরই জানা৷তবে নেট দুনিয়ায় এই ভুল থাকলে তা মোটেই ভালো কথা নয়৷কারণ সারা বিশ্বেই তাহলে ভুল খবরই ছড়াবে৷এই ভুল সংশোধন করার জন্য গুগলকে সম্প্রতি আইনি নোটিসও পাঠিয়েছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ।

সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের তরফ থেকে ওই নোটিস পাঠিয়েছেন ওই পরিবারের ৩৬তম উত্তরপুরুষ আইনজীবী স্মরজিৎ রায়চৌধুরী। সাড়া না মিললে ১০ কোটি টাকা মানহানির মামালা করার কথাও বলেছেন তিনি৷ কলিকাতা,সুতানুটি এবং গোবিন্দপুর এই তিনটি গ্রামের একসময়ের জমিদার হিসেবে পরিচিত সাবর্ন রায়চৌধুরীর পরিবার৷ 

ওই নোটিসে কলকাতা হাইকোর্টের রায়ের উল্লেখ করা হয়েছে। হাইকোর্ট ২০০৩ সালের ১৬ মার্চ তারিখে তাদের রায়ে বলে, কলকাতা শহরের কোনও জন্মতারিখ নেই, কোনও প্রতিষ্ঠাতাও নেই। তৎকালীন প্রধান বিচারপতিদের রায় অনুযায়ী কলকাতার জন্মতারিখ হিসাবে অভিহিত ১৬৯০ খ্রিস্টাব্দের ২৪ অগাস্ট তারিখটি বাতিল করে দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.