বায়ুসেনার বিশেষ বিমানে কাবুল থেকে ভারতে এল পবিত্র ধর্মগ্রন্থ 'গুরু গ্রন্থ সাহিব'


Odd বাংলা ডেস্ক: মঙ্গলবার সকাল ১০টার কিছু আগে বায়ুসেনার বিশেষ বিমান কাবুল থেকে ভারতে এলেন আরও ৭৮ জন। এই বিমানেই ভারতীয়দের সঙ্গে নয়াদিল্লি আসেন ৪৬ আফগান নাগরিক। বিমানে করে আনা হয়, পবিত্র ধর্মগ্রন্থ 'গুরু গ্রন্থ সাহিব'।

এদিন বিমানবন্দরে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি মাথায় করে ওই ধর্মগ্রন্থ নিয়ে বিমান বন্দর থেকে বেরোন। টুইটারে পোস্ট করা একটি ভিডিও-তে দেখা গিয়েছে, মাথায় করে পবিত্র ধর্মগ্রন্থ নিয়ে বিমানবন্দর থেকে আসছেন হরদীপ সিং পুরী।

সোমবারেই ৭৮ জন যাত্রী নিয়ে কাবুল বিমানবন্দর ছেড়েছিল বায়ুসেনার ওই বিশেষ বিমান। তাতে ছিলেন ২৫ জন ভারতীয়ও। সোমবার ওই আফগান শিখরা পবিত্র ধর্মগ্রন্থ নিয়ে বিমানবন্দরে আসেন। সেই ছবিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। মঙ্গলবার বিমান দিল্লি বিমানবন্দরে নামতেই সেই ধর্মগ্রন্থ মাথায় নিয়ে ফেরেন তিনি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.