অলিম্পিক্সের ময়দানে বাজলো ভারতের জাতীয় সংগীত

Odd বাংলা ডেস্ক: এতদিন অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডস থেকে কোনও পদক ছিল না ভারতের ঝুলিতে। সবথেকে কাছে এসেছিলেন মিলখা সিং এবং পিটি উষা। কিন্তু অল্পের জন্য পোডিয়ামে উঠতে পারেননি। সেই বিষাদ কাটিয়ে আর যখন ঐতিহাসিক মুহূর্ত এল, তখন একেবারে খুশির কোনও বাধ মানল না। শনিবার টোকিও অলিম্পিক্সে জ্যাভেলিন থ্রোয়ের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে সোনা জিতে নেন নীরজ। যিনি অলিম্পিক্সের ইতিহাসে প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে কোনও পদক জয়ের নজির গড়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.