সেনাবাহিনীর সুবেদার থেকে অলিম্পিক্স, স্বপ্নের হিরোই তো বাস্তবে নীরজ


Odd বাংলা ডেস্ক: আজ টোকিয়ো অলিম্পিকে ইতিহাস সৃষ্টি করলেন নীরজ চোপড়া। অলিম্পিক ইতিহাসে দ্বিতীয় ভারতীয় হিসেবে তিনি নাম লেখালেন যিনি ব্যক্তিগত ইভেন্টে সোনা জয় করেছেন। প্রসঙ্গত, তিনি দেশের প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্য়াথলিট হিসেবে ৮৭.৫৮ মিটার জ্যাভেলিন থ্রো করে সোনার পদক জয় করেন।

অনেকই হয়ত একথা জানেন না যে ২৩ বছর বয়সি এই অ্যাথলিট হরিয়ানার এক কৃষক পরিবার থেকে উঠে এসেছেন। নীরজের সাফল্যের পর পানিপথের খান্দ্রা গ্রাম অবশ্যই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসবে।

ভারতের প্রথম জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ চোপড়া ২০১৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। তাঁকে নায়েব সুবেদারের পদে নেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.