স্বাস্থ্য কেন্দ্রের ম্যাপিং নিয়ে কেন্দ্রের প্রশ্নের মুখোমুখি রাজ্য

Odd বাংলা ডেস্ক: রাজ্যের বেশ কিছু জেলায় সুস্বাস্থ্য কেন্দ্রের ম্যাপিং না হ‌ওয়ায় কেন্দ্রের জবাবদিহির মুখে পড়তে হল স্বাস্থ্য ভবনকে। পাঁচ জেলার বিরুদ্ধে উঠছে অভিযোগ। 

কেন্দ্রীয় প্রকল্পে গড়ে ওঠা সুস্বাস্থ্য কেন্দ্র‌ বা সাব সেন্টারের অন্তর্গত কতগুলো গ্রাম রয়েছে তার একটি ম্যাপিং করতে বলা হয়েছিল। গত ১৯ আগস্টের তথ্য বলছে, বাঁকুড়ায় ৩৮.৮%, মালদহে ৪৭.৪%, পশ্চিম মেদিনীপুরে ৬৭.৬% এবং পশ্চিম ও পূর্ব বর্ধমানে ১৩.৯ % সাব সেন্টারে ম্যাপিংয়ের কাজই হয়নি।

প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করার প্রশ্নে সাব-সেন্টারগুলির বিশেষ ভূমিকা আছে। সেই কাজ ঠিকমতো হচ্ছে কি না তার উপরে নজরদারি চালায় কেন্দ্রীয় আইডিএসপি ( ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভেল্যান্স প্রোগ্রাম)। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.