ত্রিপুরা পৌঁছে বিপ্লব দেবকে তুলোধনা! শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার হুঁশিয়ারি অভিষেকের



Odd বাংলা ডেস্ক: গতকাল থেকেই তৃণমূলের তিন নেতার ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি হয় ত্রিপুরায়। এদিন সকালে  ত্রিপুরায় পৌঁছে বিপ্লব দেবের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, 'আইনের শাসন নয়, শাসনের আইন চলছে ত্রিপুরায়। গুন্ডারাজ চলছে। গণতন্ত্রের কী অবস্থা তা তো দেখাই যাচ্ছে। বিরোধীরা রাস্তায় হাঁটতে পর্যন্ত পারছে না, বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না। আসলে BJP মডিউল মেনে চলে ত্রিপুরা সরকার। গুজরাট, উত্তরপ্রদেশের মডিউল মেনে চলা হয়'!


রবিবার ভোররাতে দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্ত সহ ১১ জন তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ। খবর পেয়েই এ দিন সকালে ত্রিপুরায় উড়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিন আগরতলা বিমানবন্দরে নেমে অভিষেক বলেন, 'ত্রিপুরার মানুষ দেখছে ঠিক কী হচ্ছে এখানে। আজ এখানে কী অবস্থা মানুষ দেখছে, দেশ দেখছে। BJP-কে এক ছটাক জমি ছাড়ব না। ত্রিপুরায় বিরোধীদের রাস্তায় নামতে দেওয়া হচ্ছে না। চিন্তা করবেন না। ত্রিপুরায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এখানে BJP-কে এক ছটাক জমি ছাড়বে না তৃণমূল। শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। পারলে আটকান'।পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যাঁরা আক্রান্ত, তাঁদের আটকে রাখা হচ্ছে। অথচ যাঁরা আক্রমণ করল, তাঁদের ধরার কোনও চেষ্টা হল না। এই তো অবস্থা'। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.