অমানবিক SSKM: বৃষ্টির মধ্যে টানা ৫ দিন হাসপাতালের বাইরে রোগী



Odd বাংলা ডেস্ক: উন্নতমানের  চিকিৎসার জন্যে কলকাতায় এসে হয়রানির শিকার হতে হল মুর্শিদাবাদের এক যুবকেকে। টানা পাঁচদিন কাটাতে হল খোলা আকাশের তলাতেই। রোগীর পরিবারের অভিযোগ, বেড পাওয়া তো দূরের কথা, প্রাথমিক চিকিৎসাটুকু দেয়নি এসএসকেএম হাসপাতাল। আবার প্রকাশ পেল হাসপাতাল কর্তৃপক্ষের চরম অমানবিক রূপ। 


২ আগস্টের কথা, বাড়িতে পড়ে গিয়ে ডান হাতের কবজি, বাঁ পায়ে চোট পেয়েছিলেন মুর্শিদাবাদের শত্রুঘ্ন রায়। সেখান থেকেই চিকিৎসা পাওয়ার আশায় ছুটে এসেছিলেন এসএসকেএমে। কিন্তু শহরের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে বেড পাননি তিনি। তারপর থেকে পড়ে ছিলেন জরুরী বিভাগের বাইরে। মেলেনি চিকিৎসা। তার উপর গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়েছে শহরে। সেই বৃষ্টিতে ভিজে হাতের ক্ষততে পচন ধরেছে। শনিবার অর্ধমৃত অবস্থায় রোগীকে পড়ে থাকতে দেখে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। 


যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এদিন জানিয়েছে, বেড ছিল না। সে কারণেই রোগীকে ভরতি নেওয়া যায়নি। তবে অবস্থা সঙ্গিন দেখে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.