কনডমেই বাজিমাত, স্বর্ণ পদক জিতলেন অস্ট্রেলিয়ান অ্যাথলিট!

Odd বাংলা ডেস্ক: টোকিও অলিম্পিকের শুরু থেকেই কনডম নিয়ে বিতর্ক লেগেই রয়েছে। প্রত্যেকবারই অলিম্পিক শুরু হওয়ার আগে অ্যাথলিটদের কনডম দেওয়া হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে দেওয়ার পাশাপাশি ছিল বিধিনিষেধও। সাফ বলে দেওয়া হয়েছিল, কোনও অ্যাথলিট টোকিয়ো অলিম্পিকে শারীরিক সম্পর্ক করতে পারবেন না। কারণটা অবশ্যই কোভিড মাহামারি।

এদিকে অলিম্পিক ভিলেজ গেমসে ইতিপূর্বেই কন্ডোম বিলি করা হয়েছিল। এবার সেই কনডম সাহায্যে সোনার পদক জয় করেছেন জেসিকা ফক্স। জিতেছেন ব্রোঞ্জ পদকও। ভাবতে অবাক লাগে? তবে এটাই কিন্তু সত্যি। অস্ট্রেলিয়ার এই মহিলা খেলোয়াড় কনডম ব্যবহার করেই নিজের নৌকো সারিয়েছিলেন। আর তাতেই হল বাজিমাত।

সম্প্রতি তিনি একটা ভিডিও টিকটকে পোস্ট করেছে। সেখানে তিনি দেখিয়েছেন, কীভাবে একটা কনডম সাহায্যে নৌকা ঠিক করা যায়। মহিলাদের সি-১ ক্যানোয় স্লালোমে তিনি স্বর্ণ জয় করার পাশাপাশি কায়াক প্রতিযোগিতার কে-১ বিভাগের ফাইনালে তিনি ব্রোঞ্জ পদক জয় করেছেন।

সেই ভিডিওর ক্যাপশনে ফক্স লিখেছেন, ‘আমি নিশ্চিতভাবে একথা বলতে পারি, কনডম যে এভাবেও ব্যবহার করা যেতে পারে সেটা হয়ত আপনারা কেউই জানতেন না। এভাবেই একজন কায়াক প্রতিযোগী কনডম ব্যবহার করে থাকেন।’

উল্লেখ্য টোকিও অলিম্পিকের আগেও জেসিকা গত দুটো অলিম্পিক টুর্নামেন্টেও পদক জয় করেছিলেন। ২০১২ লন্ডন গেমসে তিনি রুপোর পদক জয় করেছিলেন। ২০১৬ রিও অলিম্পিকে ব্রোঞ্জ।

প্রসঙ্গত, অলিম্পিক্সের রীতি মেনে গেমস ভিলেজে থাকার সময় টোকিও অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্সে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের বিনামূল্যে কনডম প্রদান করা হয়। করোনার কারণে এ বার বিনামূল্যে পাওয়া সেই কন্ডোম গেমস ভিলেজে ব্যবহার করতে পারবেন না কোনও অ্যাথলিট।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.