হলদিয়া পেট্রোকেমিক্যালে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত ন্যাপথা ট্যাঙ্কার

Odd বাংলা ডেস্ক: হলদিয়া শিল্পতালুকে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গিয়েছে পেট্রোকেমিক্যাল কারখানার ন্যাপথা ট্যাঙ্কারে লেগেছে আগুন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের সাতটি ইঞ্জিন। ন্যাপথা ট্যাঙ্কার রাসায়নিক পূর্ণ তাই জল দিয়ে আগুন নেভানো সম্ভব নয়। ব্যবহার করা হচ্ছে বিশেষ অগ্নিনির্বাপক গ্যাস। আগুনের ভয়াবহতা আঁচ করেই মাইকিং করে সমস্ত কর্মীদের বেরিয়ে আসার জন্য সতর্ক করা হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।

এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। জানা গিয়েছে, শিল্পতালুকে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়েই আচমকা দুর্ঘটনা। তাতেই আগুন লেগে যায়। ১অগাস্ট থেকে পেট্রোকেমিক্যালে সমস্ত ইউনিট শাটডাউন করা হয়েছে। সপ্তাহের দ্বিতীয় দিনে প্রায় ৫ হাজার শ্রমিক কাজ করছিলেন শিল্পতালুক । ন্যাপথা ক্র্যাকার প্ল্যান্ট থেকে ১০০ মিটার দূরে রয়েছে ওই ট্যাঙ্ক। ওই ট্যাঙ্কে কত পরিমাণ ন্যাপথা ছিল তা এখনও জানা যায়নি। বিধ্বংসী আগুনে চারিদিকে ধোঁয়ায় ঢেকে যায়। রাসায়নিক পোড়া ধোঁয়া নিয়েও পরিবেশ দূষণের আশঙ্কাও তৈরি হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.