কুস্তিতে দ্বিতীয় পদক আনলেন বজরং পুনিয়া, ভারতবাসীর প্রত্যাশা পূরণ করে জিতলেন ব্রোঞ্জ


Odd বাংলা ডেস্ক: টোকিও অলিম্পিক্সের কুস্তিতে ভারতের জন্য পদক আনার সম্ভাবনা জিইয়ে রেখেছিলেন বজরং পুনিয়া। অবশেষে বাস্তব রূপ পেল সেই সম্ভাবনা। ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগের সেমিফাইনালে হেরে যাওয়ায় সোনা ও রুপোর দৌড় থেকে ছিটকে গেলেও ব্রোঞ্জ জিতে দেশবাসীর প্রত্যাশা পূরণ করলেন বজরং।

ব্রোঞ্জ মেডেল বাউটে বজরং ৮-০ ব্যাবধানে পরাজিত করেন বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো জয়ী কাজাখাস্তানের কুস্তিগীর দৌলত নিয়াজবেকভকে। ব্রোঞ্জ মেডেল বাউটের ফার্স্ট পিরিয়ডে ২-০ পয়েন্টে এগিয়ে থাকেন বজরং। তিনি দু'বার এক পয়েন্ট করে সংগ্রহ করেন। সেকেন্ড পিরিডয়েও খাতা খুলতে পারেননি কাজাখ কুস্তিগীর। বজরং সেখানে সেকেন্ড পিরিয়ড থেকে তুলে নেন আরও ৬ পয়েন্ট (২+২+২)।

কাজাখ কুস্তিগীর বজরংয়ের কাছে একেবারেই অপিরিচিত প্রতিপক্ষ নন। কেননা, মাস দু'য়েক আগেই তাঁকে পরাজিত করেছেন পুনিয়া। তবে ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে দৌলতের বিরুদ্ধে সেমিফাইনালে হারতে হয়েছিল বজরংকে। অবশেষে অলিম্পিক্সের আসরে সেই হারের মধুর প্রতিশোধ নিলেন পুনিয়া।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.