Olympics 2020: জ্যাভলিন থ্রো-এ স্বর্নপদক জয় সোনার ছেলে নীরজের


Odd বাংলা ডেস্ক: সূর্যোদয়ের দেশে আজ ভারতের স্বপ্নপূর্ণের দিন। অলিম্পিক্সের ইতিহাসে প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ডের কোনও ইভেন্টে পদক জিতলেন কোনও ভারতীয়। বর্শার ফলায় সোনা বিঁধলেন নীরজ চোপড়া। শনিবার ফাইনালে দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার ছুঁড়ে পদক জিতলেন তিনি। এর আগে অ্যাথলেটিক্সে ভারত সোনা তো দূর, কোনও পদকই জেতেনি। সেই আক্ষেপ মিটিয়ে দিলেন ভারতীয় সেনার ২৩ বছরের নীরজ।

ব্যক্তিগত বিভাগে মাত্র একটি সোনা ২০০৮ বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে জিতেছিলেন অভিনব বিন্দ্রা। এরপর ভারতবাসী কেবল আক্ষেপ করে গিয়েছেন ব্যক্তিগত বিভাগে কেউ সোনা না জেতায়। সেই স্বপ্নই পূরণ করলেন নীরজ। দ্বিতীয় ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন ২৩ বছরের নীরজ।

শনিবার জ্যাভলিনের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন নীরজ। প্রথম প্রচেষ্টায় ৮৭.০৩ মিটার ছুড়ে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে যান। দ্বিতীয় প্রচেষ্টায় দূরত্ব আরও বাড়িয়ে নেন তিনি। এ বার ছোড়েন ৮৭.৫৮ মিটার। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.