পরিবেশবান্ধব CNG চালিত বাসের চাকা গড়াল কলকাতায়, চালকের আসনে স্বয়ং ববি!

Odd বাংলা ডেস্ক: পেট্রেপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে  কলকাতায় চালু হল পরিবেশবান্ধব (Eco friendly) বাস। ডিজেলচালিত বাস প্রথমবার সিএনজিতে চলবে শহরে। সোমবার পরিবহণ ভবনে প্রথম সিএনজি চালিত বাসটির উদ্বোধন করে নিজেই তা চালিয়ে নিয়ে গেলেন কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শহরের মহানাগরিক তথা পরিবহণ মন্ত্রীকে এই ভূমিকায় দেখে উচ্ছ্বসিত পরিবহণ দপ্তরের কর্মীরা।

সোমবার কলকাতায় প্রথম সিএনজি (CNG Bus) চালিত বাসের উদ্বোধন করতে এসে পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে নিজেই বাসের স্টিয়ারিং ধরলেন পরিবহণ মন্ত্রী। এদিন দুপুরে কসবার পরিবহণ ভবন থেকে বেরিয়ে ফিরহাদ হাকিম রুবি মোড় থেকে বাস ঘুরিয়ে ফের পরিবহণ ভবনে ফিরিয়ে আনলেন সিএনজি বাস। এভাবেই উদ্বোধন হলো সরকারের পরিবহণ দপ্তরের প্রথম সিএনজি বাসের। জানা গিয়েছে, পরীক্ষামূলকভাবে কলকাতার রাস্তায় আপাতত ২ মাস চলবে দুটি সিএনজি বাস। পরীক্ষা সফল হলে ৭০০ সরকারি বাসকে কয়েক মাসের মধ্যেই ডিজেল থেকে সিএনজি-তে বদলে ফেলা হবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.