মালদা জেলায় বন্যা পরিস্থিতি, বিপজ্জনক বাঁধ

Odd বাংলা ডেস্ক: মালদা জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি।  ভূতনি কেশরপুর কলোনির  বাঁধ ঘিরে আশঙ্কা দেখা দিয়েছে। এখানে গঙ্গার বাম তীরবর্তী অংশে বাঁধের ঢাল ইতিমধ্যেই নদী গর্ভে তলিয়ে গিয়েছে।  শনিবার  গঙ্গার অন্যান্য অংশের সঙ্গে এই দুর্গত এলাকা পরিদর্শন করেছেন মালদার জেলাশাসক রাজর্ষি মিত্র। তাঁরই নির্দেশে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ শুরু করেছে সেচ দপ্তর।

ভূতনি হীরানন্দপুর অঞ্চলের কোশিঘাট এলাকায় গত বছরই ভাঙনের দাপট দেখা গিয়েছিল। সেই অংশ এবার তলিয়ে যেতে বসেছে। কেশরপুর কলোনির  বাঁধের নদী তীরবর্তী অংশের ঢাল অনেকটাই ভেঙে গিয়েছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা। জল বাড়লে এবং বাঁধ ভেঙে গেলে ভূতনি এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।  তাতে লক্ষাধিক মানুষ বিপদের মুখে পড়বেন। জেলাশাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন, ভূতনিতে  কয়েক জায়গায় জরুরি  ভিত্তিতে  কাজ করার ফলে ভাঙন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।  কেশরপুর কলোনিতে যেখানে বাঁধের নদী তীরবর্তী  ঢাল ভাঙনের কবলে পড়েছে  সেই অংশে জরুরি ভিত্তিতে কাজ শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.