১০০ বছর পর আবার কি তবে জেগে উঠলো লক নেস হ্রদের দানব

Odd বাংলা ডেস্ক: স্কটল্যান্ডের লক নেস হ্রদে রহস্যময় জলদানবের উপস্থিতি নিয়ে ফের বাড়ছে রহস্য। এর আগেও বহু বার তার অস্তিত্ব নিয়ে নানা দাবি সামনে এসেছে। কিন্তু তার অস্তিত্ব এখনো প্রমাণিত হয়নি। তবে এ বছরে বেশ কয়েকজন জলের মধ্যে তার উপস্থিতি টের পেয়েছেন বলে দাবি করেছেন।

জানা যায়, সম্প্রতি লিভারপুলের বাসিন্দা কলিন ভিকক গিয়েছিলেন সেখানে। পেশায় গাড়িচালক ৫৫ বছরের কলিন নাকি বাইনোকুলারে চোখ রেখে জলের মধ্যে থাকা দানবের আকার মাপারও চেষ্টা করেছেন।

লক নেসের দায়িত্বে থাকা এক সরকারি কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, কলিনের প্রথমে মনে হয়েছিল পাঁচ ফুটের মতো লম্বা। সেখান দিয়ে জ্যাকোবিট ওয়ারিয় নামের পর্যটক নৌকা যাওয়ার সময় দাবি করে দানবাকৃতি ওই প্রাণী ওই বিশাল নৌকার সমান লম্বা।

কলিন গত ৩০ জুলাই লক নেসে এই প্রাণী দেখেছেন বলে দাবি করেছেন। এর আগে ১৯ জুলাই চেস্টারের এক ব্যক্তি এসেছিলেন মেয়েকে সঙ্গে নিয়ে। তিনিও ওই প্রাণী দেখার দাবি করেন। এর আগে ২ জুন কেমব্রিজের এক তরুণও এই প্রাণী দেখার দাবি করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.