একেই বলে প্রেম! একে-৪৭ রাইফেল নিয়ে প্রেমিকার সঙ্গে উধাও মাওবাদী নেতা

Odd বাংলা ডেস্ক: ৪০ লাখ টাকা, একে-৪৭ রাইফেল নিয়ে গা ঢাকা দিয়েছেন মাওবাদী নেতা মহারাজ প্রামাণিক। সঙ্গে প্রেমিকাকেও নিয়ে গেছেন।
ওই মাও নেতাকে বহিষ্কার করেছে ঝাড়খণ্ডের সিপিআই (‌মাওবাদী)। তাকে কড়া শাস্তি দেওয়ার ফতোয়াও জারি করা হয়েছে।

সম্প্রতি সিপিআই (মাওবাদী) দক্ষিণ জোনাল কমিটির তরফে তাদের মুখপাত্র অশোক হিন্দিতে লেখা একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানান।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পলাতক মাও নেতা মহারাজের বাড়ি ঝাড়খণ্ডের সরাইকেল্লা–খড়সোওয়া জেলার ইছাগড়ের দারুদা গ্রামে। মাও নেতা রাজ ৪০ লাখ টাকা, একে ৪৭ রাইফেল, ১৫০ রাউন্ড, গুলি, একটি নাইন এমএম পিস্তল, মোবাইল, ট্যাব ও ওয়াকিটকি নিয়ে পালিয়ে যান।

তার সঙ্গে মাওবাদী স্কোয়াড ছেড়েছে প্রেমিকা বেলুন সর্দারও। মাও নেতা মহারাজের বিরুদ্ধে ঝাড়খণ্ডেই ২৫টি মামলা করা হয়েছে।

এর আগে পুলিশে চাকরি পেয়েছিলেন মহারাজ। কিন্তু ২০০৮ সালে দুবার তাকে জেলে যেতে হয়েছিল। ২০০৯ সালে মাওবাদী বাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি। ২০১৫ সালে মহারাজ দক্ষিণ জোনাল কমিটির সদস্য পদ পেয়েছিলেন।

গত ২২ জুন তৃতীয়বারের জন্য স্কোয়াড ছেড়ে পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন মহারাজ প্রামাণিক। এরপর ২৬ জুন তিনি স্কোয়াডে ফিরে আসেন। পুলিশের সঙ্গে যোগাযোগ করে সব স্কোয়াডকে শেষ করতে চেয়েছিলেন। পার্টির যখন সন্দেহ দানা বাঁধে, তখন প্রেমিকাকে নিয়ে পালিয়ে যান তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.