২৫ আগস্ট: ইতিহাসে আজকের দিনে আর কী কী হয়েছিল?


০৯৫ -  মুসলমানদের বিরুদ্ধে খ্রিস্টানদের ক্রুসেডের যুদ্ধ শুরু হয়।


১৫৩০ -  প্রথম রাশিয়ান জার চতুর্থ আইভানের জন্ম।


১৭৭৬ -  খ্যাতনামা স্কটিশ দার্শনিক ডেভিড হিউমের মৃত্যু।


১৮১৯ -  বাষ্পীয় ইঞ্জিনের উদ্ভাবক স্কটিশ বিজ্ঞানী জেমস ওয়াটের মৃত্যু।


১৮২২ -  জার্মান বংশোদ্ভুত ইংরেজ জ্যোতির্বিদ এবং সুরকার উইলিয়াম হার্শেল মৃত্যুবরণ করেন।


১৮২৫ -  উরুগুয়ে স্বাধীনতা ঘোষণা করে।


১৮৩০ -  বেলজিয়াম নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।


১৮৬৭ -  ইংরেজ রসায়নবিদ এবং পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্যারাডে মৃত্যুবরণ করেন।


১৮৯৬ -  উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক ‘বসুমতি’ প্রথম প্রকাশিত হয়।


১৯০০ -  জার্মান দার্শনিক ফ্রেডরিখ ভিলহেলম নিটশের মৃত্যু।


১৯০০ -  সাহিত্যিক-সম্পাদক সজনীকান্ত দাসের জন্ম।


১৯০৬ -  ইংল্যান্ডের ক্রিকেটার জিম স্মিথের জন্ম।


১৯০৮ -  নোবেলজয়ী ফরাসি পদার্থবিদ আঁরি বেকরেলের মৃত্যু।


১৯১৬ -  নোবেলজয়ী মার্কিন অণুজীব বিজ্ঞানী ফ্রেডেরিক রবিনসের জন্ম।


১৯১৯ -  লন্ডন ও প্যারিসের মধ্যে নিয়মিত বিমান চলাচল শুরু হয়।


১৯২০ -  এথেলডা ব্লেবট্রেই প্রথম মার্কিন নারী হিসেবে অলিম্পিক স্বর্ণপদক জয় করেন।


১৯২১ -  মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির সঙ্গে শান্তিচুক্তি করে।


১৯৩০ -  একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব, বাফটা পুরস্কার বিজয়ী স্কটল্যান্ডীয় অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক স্যার থমাস শন

কনারি জন্মগ্রহন করেন।


১৯৪৪ -  জার্মান অধিকার থেকে প্যারিস মুক্ত হয়।


১৯৬০ -  রোমে অলিম্পিক ক্রীড়া শুরু হয়।


১৯৬২ -  বাংলাদেশের বহুল আলোচিত ও বিতর্কিত নারীবাদী সাহিত্যিক তসলিমা নাসরিনের জন্ম।


১৯৬৬ -  মিশরীয় ইসলামী চিন্তাবিদ এবং বিপ্লবী রাজনৈতিক সংগঠক সাইয়েদ কুতুব শহীদ মৃত্যুবরণ করেন।


১৯৭৫ -  জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।


১৯৭৬ -  সাহিত্যে যুগ্মভাবে নোবেলজয়ী সুইডিশ কথাশিল্পী আইভিন্ড জনসনের মৃত্যু।


১৯৮৯ -  একটানা ৪৫ বছর কমিউনিস্ট শাসনের পর পোল্যান্ডে প্রধানমন্ত্রী শাসিত সরকার প্রর্বতন।


১৯৯১ -  সোভিয়েত ইউনিয়নভুক্ত প্রজাতন্ত্র বাইলোরাশিয়া স্বাধীনতা ঘোষণা করে।


১৯৯২ -  চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।


২০১২ -  মার্কিন নভোচারী, চাঁদে অবতরনকারী প্রথম মানুষ নিল আর্মস্ট্রং মৃত্যুবরণ করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.