এবার জাতীয় পতাকাতেও প্লাস্টিক নিষিদ্ধ

Odd বাংলা ডেস্ক: সকলের মধ্যে দেশপ্রেম জেগে ওঠে একদিন, স্বাধীনতা দিবসের দিন । পরদিনই মাটিতে লুটোপুটি খায় জাতীয় পতাকা । তিরঙ্গার এ হেন অবমাননা রুখতে এ বার আরও কঠোর হল কেন্দ্র। স্বাধীনতা দিবসের আগেই কেন্দ্রের তরফে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে প্লাস্টিকের তৈরি ছোট জাতীয় পতাকা যাতে ব্যবহার না হয়, তা নিশ্চিত করতে বলা হল।

স্কুলের অনুষ্ঠান বা পথ চলতি গাড়িতে অনেকসময়ই কেবল স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্লাস্টিকের তৈরি এই তিরঙ্গা পতাকা ব্যবহার করা হয়। পরেরদিনই তার ঠাঁই হয় রাস্তার ধারে বা ডাস্টবিনে। কিন্তু প্ল্যাস্টিকের তৈরি হওয়ায় তা সহজে বিনষ্ট হয় না, নিকাশি নালায় আটকে গিয়ে তা বড় সমস্যার সৃষ্টি করে। এই সমস্যার সমাধানেই কেন্দ্রের তরফে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। এখন থেকে কাগজের পতাকা ব্যবহার করতে হবে। কাগজ সহজেই জলে গলে যায়।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.