আফগানিস্তানের বিভিন্ন শহরে 'তালিবান বিরোধী' বিক্ষোভের খবর

Odd বাংলা ডেস্ক: আফগানিস্তানের জালালাবাদ, কুনার এবং খোস্ত শহরেও আফগানিস্তানের জাতীয় পতাকা নিয়ে আজ বুধবার বিক্ষোভ হয়েছে। এ বিক্ষোভ দেশটির অন্যত্র ছড়িয়ে পড়বে কি-না সেটা এত তাড়াতড়ি বলা যাচ্ছে না। কিন্তু পরিস্থিতি সেখানে দ্রুত বদলাচ্ছে এবং তালেবানের মধ্যে উদ্বেগ রয়েছে বলে জানিয়েছে বিবিসির পশতু বিভাগের সাংবাদিকরা।

তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে টিকে থাকা শেষ গুটিকয় এলাকার একটি পাঞ্জশির উপত্যকা থেকে ছড়ানো এক ভিডিওতে সাবেক নর্দান অ্যালায়েন্সের পতাকা উড়িয়ে মোটরবাইকের বিশাল এক বাহিনীকে যেতে দেখা গেছে। ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এরা নিজেদের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর 'প্রতিরোধ বাহিনী' বলে দাবি করেছে।

এর আগে সালেহ গতকাল একটি অডিও বার্তায় নিজেকে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। তাজিকিস্তানে আফগান দূতাবাসের কর্মকর্তারা এরই মধ্যে মি. সালেহকে তাদের প্রেসিডেন্ট হিসেবে তুলে ধরে ছবি পোস্ট করেছে। এসব কোনো ঘটনা নিয়ে তালেবান এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.