'তালিবানের হাতে সুরক্ষিত কাবুল', রাশিয়ার সুর বদল হতেই শুরু বিতর্ক



Odd বাংলা ডেস্ক: গতকালও তালিবান সরকারকে সমর্থন জানিয়েছিল বেজিং। এবার তালিবান শাসনে সন্তুষ্ট রাশিয়া। তাদের দাবি, বিগত প্রশাসনের তুলনায় ক্ষমতা অধিগ্রহনের প্রথম ২৪ ঘণ্টায় কাবুলকে নিরাপদ করেছে তালিবানরা। আফগানিস্তানে রাশিয়ার রাষ্ট্রদূত তালিবানদের প্রশংসা করে এমনটাই বিবৃতি দিয়েছেন। আর এতেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে প্রবল বিতর্ক।


মস্কোর রেডিয়ো স্টেশনে বক্তব্য রাখতে গিয়ে রুশ রাষ্ট্রদূত বলেন, 'আমি অভিভূত। তালিবানদের ব্যবহার ভালো, ইতিবাচক এবং পেশাদারিত্বে ভরপুর।' তাঁর আরও সংযোজন, 'কাবুল শহরের পরিস্থিতি এখন অনেকটাই ভালো। শান্তি রয়েছে শহরে। প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ ঘানির তুলনায় তালিবানের হাতে কাবুল অনেকটাই সুরক্ষিত।' 


রাশিয়ার তরফে আরও জানানো হয়েছে, কাবুল শহরে প্রথমে সশস্ত্র তালিবানরা প্রবেশ করেনি। যারা করেছিল, তাঁরা নিরস্ত্র ছিল। তাঁরা মার্কিন সেনা ও দেশের সেনাকে আত্মসমর্পন করার আর্জি জানায়। পরে আশরফ ঘানির পলায়নের পর সশস্ত্র তালিবানরা কাবুলে প্রবেশ করে।


অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ প্রতিনিধি জামির কাবুলভ বলেন, 'দীর্ঘদিন ধরে মস্কো তালিবানদের সঙ্গে সম্পর্ক স্থাপনের যে চেষ্টা চালাচ্ছিল, তা এতদিনে সফল হয়েছে বলে মনে হচ্ছে।'


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.