করোনা টিকা নিয়েছেন, সার্টিফিকেট পাননি? ডাউনলোড করুন হোয়াটসঅ্যাপ থেকে, এইভাবে

Odd বাংলা ডেস্ক: করোনা অতিমারিতে টিকা যেমন জরুরি, তেমনই জরুরি হল টিকার সার্টিফিকেট। দেশের অন্দরে হোক বা বাইরে, বেড়াতে যাওয়া থেকে কাজের জন্য ভ্রমণ - কোভিড টিকার পাশাপাশিই সার্টিফিকেটও আর কয়েক দিনের মধ্যেই বাধ্যতামূলক হতে চলেছে। আর সেই কারণেই, সব সময় ভ্যাকসিন সার্টিফিকেট পকেটে রাখা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। প্রথম দিকে কোভিড টিকার সার্টিফিকেট পেতে সাধারণ মানুষকে নাজেহাল হতে হলেও, হালফিলে তা সহজ থেকে সহজতর করে দিয়েছে কেন্দ্র সরকার।

এবার জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp ব্যবহার করেই স্মার্টফোনে ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন আপনি ।তার জন্য স্মার্টফোনে ভারত সরকারের করোনা হেল্পডেস্ক নম্বর ৯০১৩১৫১৫১৫ সেভ করে রাখতে হবে।এরপরে WhatsApp-এ নতুন চ্যাট ওপেন করে Covid certificate লিখে পাঠিয়ে দিন।এবার আপনার ফোনে একটি OTP আসবে।এই OTP মেসেজের মাধ্যমে টাইপ করে পাঠালে,আপনার ফোনে কোভিড সার্টিফিকেটের PDF ফাইল ডাউনলোড হয়ে যাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.