নমনীয় তালিবান সরকার! সিঁদুরে মেঘ দেখছেন একাংশ



Odd বাংলা ডেস্ক: কাবুল দখল করার ৭২ ঘন্টা কাটেনি। এবার দেশবাসীকে অভয় দিল তালিবান। মঙ্গলবার আফগানিস্তানের নতুন শাসকেরা ঘোষণা করলেন, সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তাই এ বার সকলে নিজ নিজ কাজে যোগদান করুন। পাশাপাশি সরকারি কর্মীদেরও আদেশ দেন নতুন ক্ষমতায় আসা তালিবান সরকার। 


তালিবানদের এই প্রথম নির্দেশনামায় অবশ্য স্বস্তির বদলে সিঁদুরে মেঘ দেখছেন একাংশ। তাঁদের অনেকেরই মত, যে গতিতে ক্ষমতার দখল নিয়েই নির্দেশ জারি করতে শুরু করল তালিবান, তাতে আগামী দিনে নির্দেশ না মানার শাস্তির নমুনাও সামনে আসতে পারে।


অবশ্য তালিবানদের এই অভয়বাণীতে আস্থা রাখতেই চাইছেন অনেকেই। তাঁদের মতে, গত কয়েকদিনে রাজনৈতিক অশান্তির জেরে দেশের সরকারি কাজ বিপর্যস্ত হয়ে পড়েছিল। তাই সরকারি কর্মচারীদের উদ্দেশে তালিবান বলেছে, ‘অবিলম্বে সরকারি কাজ শুরু করুন।’


উল্লেখ্য,তালিবানি শাসনের ভয়ে কাঁটা হয়ে রয়েছেন আফগানবাসী। অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় দেশ ছেড়ে পালাচ্ছেনও অনেকে। দেশের মানুষের প্রতি প্রথম তালিবানি বার্তায় হয় তো তাই অভয় দিয়েছে তালিবান। কর্মচারীদের কাজ শুরু করতে বলার বিষয়টিকেও ইতিবাচক ভাবেই দেখছেন অনেকে।  


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.