সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় বেকসুর খালাস শশী থারুর


Odd বাংলা ডেস্ক: সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় স্বস্তিতে শশী থারুর। কংগ্রেস সাংসদ শশী থারুরকে মুক্তি দিল দিল্লি কোর্ট। স্ত্রী সুনন্দা পুষ্করের মৃত্যু মামলায় নারী নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা রুজু হয় শশী থারুরের বিরুদ্ধে।

বুধবার বিশেষ বিচারক গীতাঞ্জলি গোয়েল ভার্চুয়াল শুনানিতে থারুরকে সমস্ত অভিযোগ থেকে মুক্ত করেন। থারুরের বিরুদ্ধে অভিযোগ খারিজ করার পর বিচারক দুই পক্ষের আইনজীবীকে ধন্যবাদ জানান। কারণ, এই মামলা থেকে তিনি অনেক কিছু শিখেছেন বলে জানান। এদিন শশী থারুর আদালতে বলেন, সাড়ে সাত বছর ধরে অত্যাচার সহ্য করছিলেন তিনি। 

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৭ জানুয়ারি দিল্লির একটি পাঁচতারা হোটেলের ঘরে উদ্ধার হয় সুনন্দা পুষ্করের দেহ। একবছর পর অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। থারুরের বিরুদ্ধে ৪৯৮এ এবং ৩০৬ ধারায় মামলা রুজু হয়। নারী নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।গত ২০১৯ সালের ৩১ অগস্ট দিল্লি পুলিশ দিল্লির আদালত থারুরের বিরুদ্ধে চার্জ গঠনের অনুমতি দেয়। পুষ্করের মৃত্যু মামলায় থারুরের বিরুদ্ধে শুরু হয় মামলা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.