জলদাপড়ায় আজ রাজার জন্মদিন

Odd বাংলা ডেস্ক: ১৩ বছর ধরে সে লোহার গরাদে বন্দি রাজা। নাম রাজা। আসলেও সে রাজাই। চলনবলন ঠাটবাটে ও তার গাম্ভীর্য ঈর্ষনীয়। সে এক বেতাজ বাদশাহ।  ২৩ শে অগাষ্ট তার পঁচিশতম জন্মদিন। তার জন্মদিনকে স্মরণীয় করে রাখতে জলদাপাড়া জাতীয় উদ্যানে এখন থেকেই সাজ সাজ রব।  রাজার জন্মদিন মহা ধুমধাম, আড়ম্বরপূর্ণ করতে চেয়েছিলো জলদাপাড়া জাতীয় উদ্যান। তবে বনদপ্তরের সেই পরিকল্পনায় জল ঢেলেছে করোনা মহামারী।  ঠিক তেরো বছর আগের কথা।

সুন্দরবনে কুমিরের হামলায় গুরুতর জখম হয় সে। তাকে বাঁচিয়ে রাখাটাই সেই সময়ে কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। প্রথমে আলিপুর চিড়িয়াখানায় চলে চিকিৎসা। তার পরে সেখান থেকে নিয়ে আসা হয় জলদাপাড়া জাতীয় উদ্যানের দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে। কিন্তু কলকাতা থেকে এতটা পথ আসা তো আর মুখের কথা নয়! ফলে ঘা পুরোপুরি শুকনোর আগেই আবার অসুস্থ হয়ে পড়ে সে। কিন্তু তাকে সুস্থ করে তোলার ক্ষেত্রে এতটুকুও হাল ছাড়তে রাজি ছিলেন না প্রাণী চিকিৎসক থেকে শুরু করে বনকর্মীরা। শেষ পর্যন্ত সুস্থ হয়ে উঠল রাজা। আজ, সোমবার সুন্দরবনের সেই রয়্যাল বেঙ্গল টাইগারের পঁচিশতম জন্মদিন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.