শিম্পাঞ্জির প্রেমে হাবুডুবু খাচ্ছেন নারী! কিন্তু বাধ সাধছে চিড়িয়াখানা

Odd বাংলা ডেস্ক: পশুপ্রেমের কথা শুনেছেন নিশ্চয়ই। পশু সংরক্ষণে ভুরি ভুরি সংগঠনও রয়েছে বিশ্বজুড়ে। কিন্তু তাই বলে পশুর সঙ্গে প্রেম।  তাও কী সম্ভব! চিড়িয়াখানার এক শিম্পাঞ্জির প্রেমে পড়েছিলেন এক নারী। সেই প্রেমে বাধা হয়ে দাঁড়িয়ে ‘ভিলেন’র আখ্যা পেলেন খোদ চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পশুকে ‘বাঁচানোর’ যুক্তি দেখিয়ে প্রেমিকার আসা যাওয়ায় লাগাম টেনেছেন তারা। চিড়িয়াখানায় ‘নিষিদ্ধ’ ঘোষণা করেছেন পশুর প্রেমিকাকে।
এমনই ঘটনা ঘটেছে বেলজিয়ামে অ্যান্টওয়ার্প চিড়িয়াখানার। সেখানেই ৩৮ বছর ধরে রয়েছে শিম্পাঞ্জি ‘চিতা’। চিড়িয়াখানাটিতে গত চার বছর ধরে নিয়মিত বেড়াতে যেতেন অ্যাডি টিমারমেন। থাকতেন অনেকটা সময়। তবে নিয়মিত গেলেও চিড়িয়াখানার অন্য খাঁচায় কোনোদিনই আগ্রহ দেখাননি অ্যাডি। তিনি এসে দাঁড়াতেন চিতা-র কাছেই। সেখানেই ঘণ্টার পর ঘণ্টা ভাব বিনিময় হতো দু’জনের।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, দু’জনকেই মাথা নেড়ে, আকারে ইঙ্গিতে কথা বলতে দেখেছেন। ঘটনাটি নজর করেছিলেন চিড়িয়াখানা কর্তৃপক্ষও। তারাই এই ‘বাড়াবাড়ি রকমের প্রেমে’ লাগাম টানার সিদ্ধান্ত নেন। অ্যাডির চিড়িয়াখানায় প্রবেশাধিকার কেড়ে নেওয়া হয়।

যুক্তি হিসেবে বলা হয়, তার সঙ্গ দোষে ক্ষতি হচ্ছে শিম্পাঞ্জিটির। মানুষের প্রতি চিতা-র এই অতি ‘প্রেম’ নিজের প্রজাতিদের থেকেই দূরে ঠেলে দিচ্ছে তাকে, যা কাম্য নয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.