প্রধানমন্ত্রীর জন্মদিনে রেকর্ড গড়তে ‘ভুয়ো’ টিকাকরণ, উঠছে ভুড়ি ভুড়ি অভিযোগ!
১৭ সেপ্টেম্বর আড়াই কোটি টিকা দেওয়া হয়েছে বলে দাবি করে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে শিবরাজ সিং চৌহানের মধ্যপ্রদেশে একদিনে ২৭ লক্ষ টিকাকরণ হয়। কিন্তু ক্রমশ সে রাজ্য থেকে একাধিক অভিযোগ সামনে আসছে।
১৭ সেপ্টেম্বর সকাল ৮টা নাগাদ মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে ২০০ কিলোমিটার দূরে থাকা আগর মালওয়া জেলার বাসিন্দা আশুতোষ শর্মার মোবাইলে একটি মেসেজ আসে। যেখানে বলা হয়, ওই দিন কোভিড টিকা নিয়েছেন বিদ্যা শর্মা। বিদ্যাদেবী আশুতোষের মা। তিনি মৃত। বিদ্যাদেবীর ডেথ সার্টিফিকেটও রয়েছে। অথচ তিনি টিকা পেয়েছেন বলে মেসেজ এসেছে তাঁর ছেলের কাছে। আশুতোষের কথায়, “চারমাসে আগে করোনায় আমার মায়ের মৃত্যু হয়েছে। বোঝাই যাচ্ছে টিকাকরণের সংখ্যা বাড়ানো নিয়ে সরকারি কর্মীদের উপর চাপ তৈরি করা হয়েছে।”





Post a Comment