সোনার ছেলে নীরজকে ‘টোকিও’ উপহার দিলেন সোনাজয়ী অভিনব বিন্দ্রা

Odd বাংলা ডেস্ক: টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়ার সঙ্গে দেখা করে তাঁকে একটি মিষ্টি উপহার দিলেন বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনাজয়ী অভিনব বিন্দ্রা। নীরজের সঙ্গে দেখা করে একটি সারমেয়র ছানা দেন অভিনব। নেটমাধ্যমে দু’জনের সাক্ষাতের ছবিও শেয়ার করেন তিনি।

টুইটারে ভারতের প্রাক্তন শ্যুটার লেখেন, ‘খুব ভাল লাগল নীরজের সঙ্গে কথা বলে।’ টোকিও থেকে সোনা জিতেছেন নীরজ। তাই নীরজকে উপহার দেওয়া ছোট্ট কুকুর ছানাটির নাম ‘টোকিও’ রেখেছেন অভিনব। তিনি নীরজের উদ্দেশে আরও লেখেন, ‘টোকিও তোমায় আরও অনুপ্রেরণা দিক, যাতে ২০২৪ সালে তুমি প্যারিস থেকে সোনা আনতে পারো। আর ‘টোকিয়ো’ যেন তার ভাই বা বোন পায়। যার নাম হবে ‘প্যারিস’।’ অর্থাৎ অভিনব এক প্রকার ঘোষণাই করে দিলেন প্যারিসে সোনা জিতলে আবারও একটি কুকুরছানা উপহার পাবেন নীরজ।

দুই তারকার এমন মিষ্টি সৌজন্য সাক্ষাতে মজেছেন নেটিজেনরাও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.