Cyclone Gulab Update: ইয়াসের ক্ষত না মিটতেই, আসছে ঘূর্ণিঝড় 'গুলাব'


Odd বাংলা ডেস্ক: শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরের ফুঁসছে নিম্নচাপ । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ইতিমধ্যেই এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং রবিবার তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর রবিবার বিকেলে সেই ঝড় প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়তে পারে ওড়িশা-অন্ধ্র উপকূলে।

তবে 'গুলাব'-র সরাসরি থাবা থেকে সম্ভবত এ বারে রেহাই মিলবে বাংলার। যদিও বৃষ্টির হাত থেকে মুক্তি নেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণের বাসিন্দাদের। কারণ ঘূর্ণিঝড়ের পিছু নিয়েছে আরও এক ঘূর্ণাবর্ত। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ ৯ জেলায়।

‘গুলাব’ নামকরণ করেছে পাকিস্তানের। আলিপুর আবহাওয়া দফতরের পাশাপাশি মৌসম ভবন জানিয়েছে, রবিবারই ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে গুলাব। যার প্রভাবে রাজ্যের উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য আরও বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

গুলাবের প্রভাবে কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকায় ঝড় হওয়ার তেমন সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থাকবে। গুলাবের প্রভাবে রবিবার পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা-সহ বাকি দক্ষিণের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, গুলাব বর্তমানে গভীর নিম্নচাপের রূপে রয়েছে। ক্রমশ তা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এবং শেষে ঘূর্ণিঝড়ের আকার নিয়ে উপকূলে আছড়ে পড়বে। উপকূলে আছড়ে পড়ার সময় হাওয়ার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৮০-৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে৷ ফলে শুক্রবাই মৎস্যজীবীদের গভীর সমু্দ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে৷ আগামী ৪৮ ঘণ্টা যাতে কেউ সমুদ্রে না যান, তার নির্দেশ দিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই নবান্নর পক্ষ থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। উপকূলরক্ষী বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তৈরি রাখা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.