শিয়রে গুলাব: পশ্চিমবঙ্গের এইসব জেলায় জারি HIGH ALERT


Odd বাংলা ডেস্ক: রবিবার গভীর রাতে, ক্যালেন্ডার অনুসারে সোমবার আইএমডি  জানিয়েছে,  ঘূর্ণিঝড় গুলাব গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গত কয়েক ঘণ্টায় তা পশ্চিম দিকে সরে গিয়েছে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, এই ঝড়ের প্রভাবে ঝড় বৃষ্টি চলবে অন্ধ্র ও ওড়িশায়। এখনও অবধি এই দুই রাজ্যে উপকূল এলাকায় রয়েছে কড়া সুরক্ষা ব্যবস্থা।স্বস্তির খবর, এ রাজ্যে বড়সড় অভিঘাতের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। 

গুলাব শক্তি কমালেও কলকাতা-সহ অন্য জেলাতেও দু’ এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এবং মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বুধবার পর্যন্ত দিনভর চলবে বৃষ্টি। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।রবিবার আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় জেলা অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, '২৮ তারিখ  অর্থাত্ মঙ্গলবার, দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। বৃষ্টির সম্ভাবনা আছে - 
  • দুই মেদিনীপুর
  • দুই ২৪ পরগনা
  • হাওড়া
  • হুগলি
  • কলকাতা
  • বাঁকুড়া
  • পুরুলিয়া
  • ঝাড়গ্রাম
২৯ তারিখ পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টি হতে পারে । যেমন - 
  • বাঁকুড়া
  • পুরুলিয়া
  • ঝাড়গ্রাম
  • পশ্চিম বর্ধমানে

গতকাল অর্থাৎ রবিবার, দিঘায় ফুঁসছিল সমুদ্র। মন্দারণিতেও উত্তাল ছিল বঙ্গোপসাগর। মৌসুনি দ্বীপে বাঁধ ভাঙার আশঙ্কা করা হচ্ছিল। দুর্যোগের মুখে বাঁধ পরিদর্শনে নামলেন খোদ মন্ত্রী। উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার এই ছবি যথেষ্ট ভয় ধরাচ্ছিল। ধেয়ে আসছিল ঘূর্ণিঝড় ‘গুলাব’। তাই ক্ষয়ক্ষতি রুখতে প্রশাসন জোর দিয়েছে সচেতনতায়। দিঘার সমুদ্রের কাছে ঘেঁষতেই দেওয়া হচ্ছে না কোনও পর্যটককে। বাংলায় প্রভাব না পড়লেও, ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলিতে। সতর্কতা হিসেবে মঙ্গল থেকে বৃহস্পতিবার দিঘায় বন্ধ থাকবে হোটেল বুকিং। রবিবার বাঁধ পরিদর্শনে যান সুন্দরবন উন্নয়নমন্ত্রী। উদয়পুরে সমুদ্রস্নানে নেমে নিখোঁজ হন মধ্যমগ্রামের দুই যুবক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.