পূর্বপুরুষ এক, তাই ভারতে সবাই হিন্দু: RSS প্রধান মোহন ভাগবত


Odd বাংলা ডেস্ক: 'ভারতে হিন্দু-মুসলিমদের পূর্বপুরুষ এক। ভারতের প্রত্যেক নাগরিক হিন্দু।' পুনের একটি সংগঠনের বৈঠকে যোগ দিতে এসে এমনটাই জানালেন RSS প্রধান মোহন ভাগবত। এদিন শ্রোতাদের মধ্যে ছিলেন কাশ্মীরি পড়ুয়ারা এবং RSS সদস্যরা। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তাঁর এই মন্তব্য বলে মনে করা হচ্ছে। হিন্দু- মুসলিম ঐক্যেরও বার্তা দেন তিনি। পাশাপাশি কট্টরপন্থী মুসলিম বিচারধারার বিরুদ্ধে সাধারণ মানুষকে এগিয়ে আসার ডাক দেন মোহন ভাগবত।

মোহন ভগবত বলেছেন, ' এই দেশে হিন্দু এবং মুসলিমদের পূর্বপুরুষ এক। ভারতের প্রত্যেক নাগরিকই হিন্দু।' এখানেই শেষ নয়, সংঘ প্রধান জানান, হিন্দুরা কারও সঙ্গে শত্রুতা চায় না। এখানে ভিন্ন মতধারা রাখা যায়। মোহন ভাগবত আরও বলেন, 'আমার মতে হিন্দু শব্দটি হল মাতৃভূমি, পূর্বপুরুষ এবং ভারতীয় সংস্কৃতির সমতুল্য। এটি অন্য কোনও মতামতকে অসম্মান করছে না। আমাদের ভারতের আধিপত্য বিস্তার নিয়ে ভাবতে হবে, মুসলিম আধিপত্য নিয়ে নয়।'

এদিন তিনি জানান, সকলের একসঙ্গে কাজ করা উচিত। তাঁর কথায়, 'ইসলাম এসেছিল আক্রমণকারীদের সঙ্গে। এটি একটি ঐতিহাসিক তথ্য এবং এই বিষয়টিকে এভাবেই ব্যাখ্যা করা ভালো। মুসলিম নেতাদের কট্টরপন্থার বিরোধিতা করার আবেদন জানাচ্ছি। এই বিষয়ে তাঁদের রুখে দাঁড়াতে হবে। এই কাজের জন্য ধৈর্য এবং একান্ত প্রচেষ্টার প্রয়োজন। এটি আমাদের জন্য একটি দীর্ঘ এবং কঠিন পরীক্ষা। যত শীঘ্র আমরা এই উদ্যোগ নেব, তত আমাদের সমাজের কম ক্ষতি হবে।'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.